গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত বিভাগ, প্রায় দুইশত বছর পূর্ব হতে বাংলাদেশের সরকারী নির্মাণ জগতে একক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণপূর্ত বিভাগে প্রশিক্ষিত, সু-সংগঠিত ও অভিজ্ঞতা সম্পন্ন সিভিল, ইলেট্রিক্যাল ও মেকানিক্যাল প্রকৌশলী এবং কারিগরী লোকবল নিয়ে গঠিত । গণপূর্ত বিভাগ এখনো তার স্ব-মহিমায় উজ্জ্বল। সারা বংলাদেশে প্রতিটি জেলায় গণপূর্ত বিভাগের এক বা একাধিক নির্বাহী প্রকৌশলী এবং উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস রয়েছে। লালমনিরহাট গণপূর্ত বিভাগ ১৯৯০ইং সাল হতে কার্যক্রম শুরু করেছে। উক্ত বিভাগের অধীনে ৩টি উপ-বিভাগ রয়েছে ।
কার্যলয় সমূহঃ
(ক) গণপূর্ত বিভাগ, লালমনিরহাট ।
(খ) গণপূর্ত উপ-বিভাগ-১, লালমনিরহাট ।
(গ) গণপূর্ত উপ-বিভাগ-২, লালমনিরহাট
(ঘ) গণপূর্ত ই/এম উপ-বিভাগ, লালমনিরহাট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS